এবার রাশিয়ায় স্থগিত হলো পেপাল

৭ মার্চ, ২০২২ ০০:৫৫  
ভিসা ও মাস্টারকার্ডের পর এবার রাশিয়ায় লেনদেন সেবা স্থগিত করেছে পেপাল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানটি। পেপালের প্রধান নির্বাহী ড্যান শুলশ্যানের একটি চিঠি টুইট করে রাশিয়ায় পেপাল সেবা বন্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ। শুলম্যান লিখেছেন, “বর্তমান পরিস্থিতিতে, আমরা রাশিয়ায় পেপাল সেবা বন্ধ করছি। এই কঠিন সময়ে ওই অঞ্চলে অবস্থিত আমাদের কর্মীদের সমর্থন দিতে আমাদের পক্ষে যা সম্ভব তার সবটাই করছি আমরা।” এর আগে সপ্তাহের শুরুতেই নতুন নিবন্ধন করে পেপাল। এরপর একযোগে সব সেবা স্থগিত করা হয়। এর ফলে পেপালের মানি ট্রান্সফার সেবা জুমও রাশিয়াতে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ডিবিটেক/বিএমটি